Logo

সারাদেশ

গাইবান্ধায় রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতের বিক্ষোভ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৮

গাইবান্ধায় রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জামায়াতের বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধায় রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গাইবান্ধা শহরসহ জেলার বিভিন্ন স্থানে রমাদানকে স্বাগত জানিয়ে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

এদিন বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা পবিত্র রমাদানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর ভূমিকার আহ্বান জানান বক্তারা।

এ কর্মসূচিতে উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী, যুব জামায়াত, পেশাজীবী পরিষদ, আদর্শ শিক্ষক ফেডারেশন, ওলামা মাশায়েখ পরিষদ, ছাত্র ও যুব জামাত, ছাত্রশিবির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

আতিকুর রহমান/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর