Logo

সারাদেশ

খাগড়াছড়িতে রমজান উপলক্ষে জামায়াতের স্বাগত র‍্যালি-সমাবেশ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৩

খাগড়াছড়িতে রমজান উপলক্ষে জামায়াতের স্বাগত র‍্যালি-সমাবেশ

পবিত্র রমজানের আগমন উপলক্ষে খাগড়াছড়িতে স্বাগত র‍্যালি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরে জামায়াত ইসলামীর উদ্যোগে একটি স্বাগত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের মুক্ত মঞ্চে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মো. মিনহাজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ইউসুফ, সদর উপজেলার আমির মো. ইলিয়াস ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুস সাত্তার প্রমুখ।

রমজানের পবিত্রতা রক্ষায় ব্যবসায়ীদের প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানান বক্তারা। তারা বলেন, রমজান মাস এলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ, গাড়ি চালক ও রিকশাচালকদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়ে।

এ সময় তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন কেউ রমজানকে পুঁজি করে বাজারে সিন্ডিকেট করতে না পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

ছোটন বিশ্বাস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর