Logo

সারাদেশ

নওগাঁয় ককটেল সদৃশ বস্তু উদ্ধার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৬

নওগাঁয় ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা বাজার এলাকা থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নওহাটা বাজারের একটি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় এসব বস্তু পাওয়া যায়।

জানা যায়, নওগাঁর নওহাটা বাজারের ব্যবসায়ী আব্দুল বাকিদের দোকানে ককটেল রয়েছে -এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। অভিযানে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এছাড়া দোকান থেকে তিনটি চাকুও জব্দ করা হয়েছে। পরে উদ্ধারকৃত বস্তুগুলো সেনাবাহিনী নওগাঁ সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনী উদ্ধারকৃত তিনটি ককটেল সদৃশ বস্তু থানায় জমা দিয়েছে। এগুলো আসলেই বিস্ফোরক কিনা তা পরীক্ষা করতে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। যদি বিস্ফোরক হয়, তাহলে নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।

এম এ রাজ্জাক/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর