Logo

সারাদেশ

বাউফলে জাতীয় নাগরিক কমিটি থেকে বৈষম্যবিরোধী ৬ নেতার পদত্যাগ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৫

বাউফলে জাতীয় নাগরিক কমিটি থেকে বৈষম্যবিরোধী ৬ নেতার পদত্যাগ

পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মুনতাসীর তাসরিপসহ ছয়জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

মুনতাসীর তাসরিপ মুঠোফোনে পদত্যাগের এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগ করা ছাত্র প্রতিনিধিরা হলেন- মুনতাসির তাসরিপ, ফাতিমা জামান সামিয়া, আয়েশাতুন্নেসা বর্ষা, রুহুল আমিন, ফারহান রুপাই ও শুভ চন্দ্র শীল।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বাউফল উপজেলা নাগরিক কমিটির ১১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষণার পর থেকেই কমিটি নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দেয়।

আরিফুল ইসলাম সাগর/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর