ভয়াবহ তাজরীন ট্র্যাজেডির এক যুগ আজ
হাসান ভুঁইয়া, সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৬
আশুলিয়ার তাজরীন ট্র্যাজেডির এক যুগ পূর্ণ হলো আজ (২৪ নভেম্বর)। তবে এখনো শেষ হয়নি নিহতের পরিবারের আহাজারি ও আহতদের চিকিৎসার আকুতি। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া সহযোগিতায় কিছুটা স্বস্তি পেলেও আতঙ্ক কাটেনি শারীরিকভাবে অক্ষম হওয়া শ্রমিকদের। এখনো অনেকে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।
২০১২ সালে ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেড এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল। এ সময় কারখানাটিতে ৯৮৪ শ্রমিক কর্মরত ছিলেন। তাদের মধ্যে ১১৩ শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। আহত হয়েছিলেন শতাধিক।
যদিও নিহত ও আহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। কারখানাটিতে এক হাজার ১৬৩ শ্রমিক কাজ করতেন বলে জানা যায়। দেশের ইতিহাসে তৈরি পোশাক শিল্পে আগুনে একসঙ্গে এত শ্রমিক হতাহতের ঘটনা এটাই প্রথম।
ভয়াবহ এ আগুনে কারখানার সকল মালামাল ও ভবন পুড়ে যায়। এরপর থেকেই ভবনটির কর্যক্রম একেবারেই বন্ধ। তবে জরাজীর্ণ ৮ তলা ভবনটি এখনো দাঁড়িয়ে আছে। ভবনটি নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
তাজরীনের আহত শ্রমিকরা জানান, তাদের দাবি হচ্ছে- ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দীর্ঘমেয়াদি সুচিকিৎসার ব্যবস্থা। সেই সাথে তাজরীন ফ্যাশনের মালিক মো. দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
জানা যায়, ২০০৯ সালে প্রতিষ্ঠিত তাজরীন ফ্যাশন এর মালিক মো. দেলোয়ার হোসেন তার মেয়ে তাজরীনের নামানুসারেই প্রতিষ্ঠানটির নামকরণ করেছিলেন।
প্রসঙ্গত যে, ১২ বছর পূর্তি উপলক্ষে ২৪ নভেম্বরের এই দিনটিকে ঘিরে নিহত শ্রমিকদের স্মরণে কারখানাটির সামনে থাকবে নানা কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।
হাসান ভুঁইয়া/ওএফ/এনআর/