লক্ষ্মীপুরে সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৯:০৪

লক্ষ্মীপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শহর ছাত্রশিবির। বৃহস্পতিবার (৬ মার্চ) লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শহর ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুল আউয়াল হামদুর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী।
এ সময় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জামায়াত নেতা আবদুল আউয়াল রাসেল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অতীতে দেশ গঠনে তাদের অবদান অনস্বীকার্য। ভবিষ্যতেও সাংবাদিকরা সেই ধারায় অব্যাহত থাকবেন।
তারা আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। অতীতে শিবিরের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। শিবির শুধু ছাত্রদের মানোন্নয়নের জন্য কাজ করে।
পরে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মোস্তাফিজুর রহমান টিপু/এমবি