শেরপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু, আটক ১
শেরপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৮:২৭
বৈদ্যুতিক তারে জড়িয়ে মৃত বন্য হাতি।
শেরপুরের নালিতাবাড়ীতে ধানখেত ও পাহাড়ের ঢালে কৃষকদের দেওয়া জেনারেটরের তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাও ইউনিয়নের বাতকুচি গ্রামে এ ঘটনা ঘটে।
রাতেই ঘটনাস্থল থেকে জেনারেটরসহ এর অপারেটর শহিদুল ইসলামকে আটক করেছে বন বিভাগ। জব্দ করা জেনেরেটরটি মধুটিলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে।
শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে ২৫ থেকে ৩০টি বন্য হাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে অবস্থান করলেও সন্ধ্যা নামার পর হাতির পাল দল বেঁধে ধানক্ষেতে ও লোকালয়ে নেমে আসে। এ জন্য কৃষকেরা ফসল রক্ষায় ধানক্ষেত ও তার আশেপাশে জেনেরেটরের লাইন দিয়ে পুরো এলাকা বৈদ্যুতিক জিআই তারের মাধ্যমে ঘিরে রাখেন। এছাড়াও মশাল জ্বালিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে হাতির পাল প্রতিরোধের চেষ্টা করেন।
বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় পাহাড়ের ঢালে বৃহস্পতিবার রাতে হাতির পাল ফসলের ক্ষেতে হানা দিলে একটি হাতি ধানক্ষেতের পাশে পাহাড়ের উঁচু স্থানে বৈদ্যুতিক জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় অন্য হাতিগুলো মৃত হাতিটিকে ঘিরে রাখে। রাত ১২টার দিকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে জেনারেটর জব্দ করে নিয়ে যায়।