কাউখালী উপজেলা জামায়াতের কমিটি গঠন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১৩:০৩
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মাওলানা মো. নজরুল ইসলাম খানকে আমির (সভাপতি) এবং অধ্যাপক মো. হুমায়ুন কবিরকে সেক্রেটারি (সম্পাদক) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচিত সুরা সদস্যদের ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সুরা সদস্যরা হলেন- এটিএম রেজাউল করিম, মো. আনোয়ার হোসেন, আ.ন.ম শহিদুল ইসলাম, মো. কামরুল ইসলাম, গাজী রুহুল আমিন, এবং মো. নুরুল হক।
রোববার (২৪ নভেম্বর) সকালে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ শপথ বাক্য পাঠ করান। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন কমিটি জামায়াতের কর্মকাণ্ড আরও কার্যকরভাবে পরিচালনার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সৈয়দ বশির আহম্মেদ/এইচকে