Logo
Logo

সারাদেশ

প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলা

Icon

রাজশাহী সদর প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১০:০৯

প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলা

প্রথম আলোর সাইনবোর্ড নিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ জনতা /ছবি : বাংলাদেশের খবর

রাজশাহীতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা হয়েছে। পত্রিকা দুটির বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে গতকাল রোববার রাজধানীতে প্রতিবাদ ও জেয়াফত অনুষ্ঠিত হয়। সেখানে যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা এ হামলা করে।

আজ সোমবার এ ঘটনার আগে রাজশাহীতে বিক্ষুব্ধ জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে তারা।

নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং বোয়ালিয়া থানার মোড়ে এলে সেখানকার প্রথম আলো অফিসে হামলা চালায় একদল বিক্ষুব্ধ জনতা এবং তারা অফিসের বিলবোর্ড ভাংচুর করে তা পুড়িয়ে দেয়।

এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর আলুপট্টিতে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর