Logo

সারাদেশ

চুম্বক ড্রেজার দিয়ে কৃষকদের জমি ‘ধ্বংস করছেন’ বিএনপি নেতা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৮:০২

চুম্বক ড্রেজার দিয়ে কৃষকদের জমি ‘ধ্বংস করছেন’ বিএনপি নেতা

নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কয়েকশ একর ফসলি জমি অবৈধভাবে চুম্বক ড্রেজার দিয়ে কেটে মাটি নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আব্দুল কাইয়ুম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৯ মার্চ) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। অভিযোগে ১৩৯ জন কৃষক স্বাক্ষর প্রদান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামের দুদুল মিয়া (৫০), মুছা মিয়া (৬২), বকশালীপুর গ্রামের হাবিজ উদ্দিন (৬৫) ও বীরগাঁও গ্রামের ইলিয়াস মিয়া (৪৫)। তারা সকলেই ক্ষতিগ্রস্ত কৃষক এবং দীর্ঘদিন ধরে জমির ক্ষতি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন।

লিখিত অভিযোগে বলা হয়, আব্দুল কাইয়ুম মিয়া গত তিন মাস ধরে ১৮-২০টি চুম্বক ড্রেজার ব্যবহার করে আলোকবালী ইউনিয়নের গৌরীপুরা চরের কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। যার ফলে কৃষকদের জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করলেও বালু উত্তোলন বন্ধ হয়নি, বরং অভিযুক্তদের কার্যক্রম আরও বেপরোয়া হয়ে উঠেছে।

কৃষকরা জানান, তাদের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলোকবালী ইউনিয়নের কৃষকদের জমি নদীর পাশের চর এলাকায় অবস্থিত, যা প্রতিবছর নদীর পানি বাড়লে জমির পরিমাণ বৃদ্ধি পায়। কিন্তু কাইয়ুম মিয়ার অবৈধ বালু উত্তোলনকারী কার্যক্রমের কারণে কৃষকদের জমি দ্রুত নদীগর্ভে চলে যাচ্ছে। প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে হামলা ও হুমকির শিকার হতে হচ্ছে।

কৃষক দুদুল মিয়া বলেন, “আমার ২৫৪ শতাংশ জমি কেটে নিয়ে গেছে কাইয়ুম। প্রতিবাদ করলে হামলা ও নির্যাতন করা হয়।” 

কৃষক ইলিয়াস মিয়া বলেন, “আমরা রাজনৈতিকভাবে দুর্বল, তাই কাইয়ুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না। প্রশাসন তাকে জরিমানা করেছে, কিন্তু সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।”

অভিযোগে বলা হয়েছে, আব্দুল কাইয়ুম মিয়া ৪টি হত্যা মামলা এবং একাধিক অস্ত্র মামলাসহ একাধিক অপরাধে জড়িত। তার রাজনৈতিক প্রভাবের কারণে কৃষকরা একাধিকবার প্রশাসনে অভিযোগ করেও কোনো ফল পাননি। গত ৯ মার্চ কৃষকদের ফসলি জমি রক্ষার দাবিতে আয়োজিত মানববন্ধনেও হামলা চালানো হয়। এ হামলায় ৪ জন আহত হন।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, “আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আব্দুল কাইয়ুম মিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এর আগে তাকে নিয়ে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে এবং এইবারও ব্যবস্থা নেওয়া হবে।”

নরসিংদী জেলা কৃষকদলের সদস্যসচিব দীপক কুমার বর্মণ প্রিন্স বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যে বা যারা কৃষকদের ক্ষতি করবেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা দলীয় নেতৃবৃন্দকে অনুরোধ করব, কাইয়ুম মিয়ার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে।”

এ ঘটনার পর কৃষকরা প্রশাসনের কাছে তাদের জমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও অনেক কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা তাদের জীবনযাত্রা ও জীবিকা নিশ্চিতভাবেই সংকটে ফেলবে।

এদিকে, অভিযুক্ত আব্দুল কাইয়ুম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।

  • সুমন রায়/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি নেতা ড্রেজার ফসলি জমি ধ্বংস অভিযোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর