Logo

সারাদেশ

কোরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে : শিবির সেক্রেটারি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১৮:০৮

কোরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে : শিবির সেক্রেটারি

কোরআন শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসেনি, কোরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

মঙ্গলবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির আয়োজিত বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবির সেক্রেটারি বলেন, ‘আজকে ইসলামি ছাত্রশিবির যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। আপনাদের শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন বুঝে তেলাওয়াত করার উপর গুরুত্ব দিতে হবে। কোরআন তেলাওয়াত বা ঝাড়ফুঁক এর মধ্যে রাখলে চলবে না। এই কোরআন দিয়ে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করতে হবে।’

তিনি বলেন, ‘এ জাতীয় সংবর্ধনায় ফ্যাসিবাদের আমলে কোরআনকে প্রমোট করা হয়নি, বরং কোরআনকে লাঞ্ছিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ঐ অবস্থা থেকে মুক্তি দিয়েছে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য সম্পদ তৈরী করতে চায় যারা দেশ, জাতি এবং উম্মাহ'র কল্যাণ তৈরি করবে, সমৃদ্ধির একটি পথ দেখাবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মুহাম্মদ আবদুল জব্বার। 

নারায়নগঞ্জ মহানগর ছাত্র শিবির সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর