Logo
Logo

সারাদেশ

ফেনীতে উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

Icon

এম ইউসুফ আলী সওদাগর, ফেনী

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১২:৩২

ফেনীতে উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে প্রথমবারের মত উৎসবমুখর পরিবেশে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত। শুক্রবার (১ নভেম্বর) ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা শাখা’ ও ‘ইয়ুথ হাঙ্গার প্রজেক্ট’-এর যৌথ সহযোগিতায় ফেনী সরকারি কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট।

সুজন ফেনী জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘সারাজীবন গণিত, বিজ্ঞান অ‌লি‌ম্পিয়াড দেখেছি। আজ দেখলাম গণতন্ত্র অ‌লি‌ম্পিয়াড। আড়াই হাজার বছর পূর্বে গ্রিক দেশে গণতন্ত্র চর্চা শুরু হয়। একনায়কতন্ত্র, সমাজতাত্ত্বিক শাসন রয়েছে। এখনো বেশিভাগ দেশে গণতন্ত্র আছে। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়াই গণতন্ত্র। 

বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই গণতন্ত্র চর্চা ছিল উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। গণতান্ত্রিক চর্চা সংকীর্ণ হয়েছে। ভুলণ্ঠিত হয়েছে। ১৫-১৬ বছরের গণতন্ত্রের চর্চা সংকীর্ণ হওয়ায় ২০২৪ সালে নতুন অবস্থা সৃষ্টি হয়েছে। জনআকাঙ্ক্ষা, কথা বলার অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলন হয়েছে।’

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ২০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ এবং অংশগ্রহণকারী আরও ৩শ’ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

এর আগে সকালে ফেনী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে অ‌লি‌ম্পিয়া‌ডের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের। এসময় ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, সাংস্কৃ‌তিক সংগঠক জা‌হিদ হো‌সেন বাবলু, ক্রীড়া সংগঠক ইমন উল হক এবং তৌহিদুল ইসলাম তুহিনসহ অন্যান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর