Logo
Logo

সারাদেশ

শেরপুরে চাকরি পুনর্বহালের দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৭:২৭

শেরপুরে চাকরি পুনর্বহালের দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন

ছবি : প্রতিনিধি

বেতন-ভাতাসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বুধবার (২৭ নভেম্বর) শহরের থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে দোষীদের বিচার করা ও যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিচ্যুতদের পুনর্বহাল করা। পিলখানার হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করা। বিশেষ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী বিডিআর সদস্যদের যারা বিস্ফোরক মামলায় দীর্ঘ ১৬ বছর ধরে কারাগারে আছেন, তাদেরকে অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দিতে হবে। 

এ সময় বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সিপাহী হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সিপাহী নাছরুল করিম, প্রচার সম্পাদক সিগন্যালম্যান মো. নুরে আলম, সুবেদার শামছুল আলমসহ চাকরিচ্যুত বিডিআর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শাহরিয়ার শাকির/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর