Logo
Logo

সারাদেশ

মিরসরাইয়ে ৩০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৪:৩০

মিরসরাইয়ে ৩০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে মৎস্য বিভাগের ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত সামুদ্রিক মাছ।

মিরসরাইয়ে মৎস্য বিভাগের ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ৩০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) উপজেলার বামনসুন্দর ও সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ জানান, ইলিশ ও সামুদ্রিক মাছ আহরণে (১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত) ২২ দিনের নিষেধাজ্ঞার কারণে শুক্রবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পোয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ কেজি সামুদ্রিক মাছ ও ৪০ কেজি বরফ জব্দ করা হয়েছে। 

তিনি আরো বলেন, পরবর্তীতে জব্দকৃত বরফ সমুদ্রে ফেলে বিনষ্ট করা হয়েছে এবং জব্দকৃত মাছ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেছেন কোস্টগার্ডের মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোসলেহ উদ্দিন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর