
ছবি : বাংলাদেশের খবর
একদিনে চারটি ভিন্ন দাবিতে রাজপথে নেমেছে বরিশালের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। শিক্ষা, চিকিৎসা, নির্বাচন ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করেছেন তারা।
রোববার (২০ এপ্রিল) দুপুরে সদর রোডে মানববন্ধনে অংশ নেন দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ মানুষ।
বক্তারা বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সরু দুই লেনের মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। পদ্মা সেতুর সুফল থেকেও বঞ্চিত হচ্ছে দক্ষিণাঞ্চল।
তারা জানান, চীন সরকারের অর্থায়নে বরিশালে একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সুযোগ থাকলেও তা অবহেলায় থমকে আছে। দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তারা।
একই দিনে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন। ২০২১ সালের বিতর্কিত নিয়োগ বাতিল, ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদবি পরিবর্তনসহ ছয় দফা দাবি তুলে ধরেন তারা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে।
এ ছাড়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা মুফতি ফয়জুল করিমকে ‘প্রকৃত বিজয়ী’ দাবি করে তাঁকে মেয়র ঘোষণা এবং নতুন নির্বাচনের দাবি জানান।
জেআই জুয়েল/এআরএস