Logo

সারাদেশ

মালিককে চোরের ফোন ‘টাকা দাও, বাইক নাও’

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:৩৩

মালিককে চোরের ফোন ‘টাকা দাও, বাইক নাও’

ছবি : সংগৃহীত

ঝিনাইদহ শহরে একটি নির্মাণাধীন ভবনের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির পর চোরের পক্ষ থেকে ফোন করে মালিকের কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়া চুরির দৃশ্য ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে শহরের পাগলাকানাই এলাকায় মোশারফ হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎ গ্যারেজে ঢুকে মোটরসাইকেলের তালা ভেঙে তা নিয়ে চলে যান।

মোটরসাইকেলের মালিক কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের জাকারিয়া (২২)। তিনি জানান, গ্যারেজে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত হন। পরে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁর কাছে ১০ হাজার টাকা চাওয়া হয়। তিনি ওই নম্বর উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। চোর শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে যারা ফোন করে টাকা দাবি করেছেন, তাদের বিষয়েও তদন্ত চলছে।

এম বুরহান উদ্দীন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর