Logo

সারাদেশ

গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান, সরকারি জমি উদ্ধার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:৩৭

গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান, সরকারি জমি উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর বাজারের বাইন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, সরকারি ৩ দশমিক ৩১ শতাংশ জমি দখল করে স্থানীয় পাঁচ ব্যক্তি দোকানঘর নির্মাণ করেছিলেন। বারবার নোটিশ দেওয়া হলেও তারা স্থাপনা সরিয়ে নেননি। অভিযানে উদ্ধার হওয়া জমির বাজারমূল্য ২ লাখ ৩৯ হাজার ৪৩১ টাকা।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর