Logo

সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে সরাইলে গ্রেপ্তার ৩

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

ডাকাতির প্রস্তুতিকালে সরাইলে গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) রাতে ঢাকা–সিলেট মহাসড়কের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন—আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরের মো. জীবন মিয়া, সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ার মো. মনিরুল ইসলাম এবং একই এলাকার আলী ইসলাম। তাঁদের কাছ থেকে ধারালো চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

সরাইল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে তিনজনকে ঘটনাস্থল থেকে ধরা হয়। তাঁদের দেওয়া তথ্যে আরও চারজনের নাম পাওয়া গেছে। সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯–১০ জনকে আসামি করে সরাইল থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের মধ্যে মনিরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি, পুলিশ আক্রান্ত ও মাদকের তিনটি মামলা রয়েছে।

মো. রিমন খান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর