Logo

সারাদেশ

রূপগঞ্জে গৃহবধূর আত্মহত্যা : স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:৪৮

রূপগঞ্জে গৃহবধূর আত্মহত্যা : স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে লামিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী শাওন (২২) ও শাশুড়ি ফাতেমা (৫৫) গ্রেপ্তার হয়েছেন।

রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, চার বছর আগে লামিয়ার সঙ্গে শাওনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের দুই বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই লামিয়া শ্বশুরবাড়ির লোকজনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন।

শনিবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী ও শাশুড়ির নির্যাতনের পর লামিয়া ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে লামিয়ার বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রূপগঞ্জ থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে।

রোববার দুপুরে তাঁদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

এন বি আকাশ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর