ফেনীতে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫ লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:৫৪
-6804c452da14d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে কৃষিজমির উর্বর অংশ (টপ সয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করা হয়।
দণ্ডিত শেখ ফরিদ (৪৮) একই গ্রামের মৃত নাজমুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
এম. এমরান পাটোয়ারী/এআরএস