Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ৫ শিক্ষার্থীর মুক্তি ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:০৩

খাগড়াছড়িতে ৫ শিক্ষার্থীর মুক্তি ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে খাগড়াছড়ি মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।

বক্তারা ইউপিডিএফকে অপহরণের জন্য দায়ী করে ৫ শিক্ষার্থীকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান। পাশাপাশি অপহরণকারীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

এছাড়া, রাঙামাটির কাউখালিতে মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. ফাহিমকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

সমাবেশে খাগড়াছড়ি কলেজের শিক্ষার্থী তুষন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা, মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক উক্যনু মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, চিংহাইথোয়াই মারমা, রহেল চাকমা ও মায়া চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, বুধবার বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ৫ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এর জন্য ইউপিডিএফকে দায়ী করা হচ্ছে। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে। অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনী অভিযান অব্যাহত রেখেছে।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর