তাড়াশে মামা-মামি হত্যার ঘটনায় ভাগ্নের মৃত্যুদণ্ড

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:৪০
-680507644a9c4.jpg)
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরে মামা, মামি ও মামাতো বোনকে গলা কেটে হত্যার দায়ে ভাগ্নে রাজিব কুমার ভৌমিক (৩৬)কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান রোববার (২০ এপ্রিল) বিকেলে এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২৭ জানুয়ারি টাকা-পয়সা সংক্রান্ত বিরোধে রাজিব বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে পারমিতা সরকার তুষিকে (১৫) গলা কেটে হত্যা করেন।
গ্রেপ্তারের পর রাজিব হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে তিনি পলাতক।
ফিরোজ আল আমিন/এআরএস