চরফ্যাসনে বজ্রপাতে রিকশাচালকের মৃত্যু

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:২৩
-680646dd61f2d.jpg)
ছবি : সংগৃহীত
ভোলার চরফ্যাসনে বজ্রপাতে মো. আবদুর রব (৬০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রব জাহানপুর ইউনিয়নের বাসিন্দা এবং আবদুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, ঝড়বৃষ্টির সময় তিনি এক আত্মীয়ের বাড়ির সামনে পৌঁছালে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এম ফাহিম/এআরএস