Logo

সারাদেশ

অভিভাবকদের ক্ষোভ

বাউফলে পরীক্ষার গোপনীয়তা লঙ্ঘন, সচিবের বিরুদ্ধে অভিযোগ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:৫১

বাউফলে পরীক্ষার গোপনীয়তা লঙ্ঘন, সচিবের বিরুদ্ধে অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল উপজেলায় চলতি এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব মোসা. নার্গিস আক্তার জাহান ও হল সুপার খায়রুল আলমের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগের মধ্যে রয়েছে, কেন্দ্র সচিব নার্গিস আক্তার জাহান তার বোনের মেয়েকে প্রশ্নপত্রে সুবিধা দিতে গিয়ে পরীক্ষার গোপনীয়তা লঙ্ঘন করেছেন।

সোমবার (২১ এপ্রিল) গণিত পরীক্ষার দিন, নার্গিস আক্তার জাহান পরীক্ষা চলাকালে বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র ত্যাগ করে বাউফল গার্লস স্কুলে যান। যেখানে তার বোনের মেয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এরপর তিনি আবার মূল কেন্দ্রে ফিরে আসেন।

গেটে প্রবেশের সময় অভিভাবকেরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন, তাদের কাছে পরীক্ষার ওএমআর শীট রয়েছে।

এ ঘটনায় কেন্দ্রের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে ওএমআর শীটগুলো উদ্ধার করেন। অভিযোগ উঠেছে, কেন্দ্র সচিব নিয়ম ভেঙে ওএমআর শীট আগাম সংগ্রহ করে তার আত্মীয়কে সুবিধা দিয়েছেন।

কেন্দ্র সচিব মোসা. নার্গিস আক্তার জাহান বলেন, ‘পরীক্ষা শেষে ওএমআর শীট আনা যাবে না, এমন কোনো নিয়ম নেই।’

তবে, প্রশ্ন উঠেছে, কীভাবে তিনি এই শীট তার হাতে রেখে কেন্দ্রে ফিরলেন, যেখানে বোর্ডের নির্দেশনা অনুযায়ী কোনো কেন্দ্র সচিব বা সুপার পরীক্ষার সময় ভেন্যু ত্যাগ করতে পারেন না।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘পরীক্ষায় কোনো অনিয়ম সহ্য করা হবে না, এবং নীতিমালা অনুযায়ী সব কিছু হবে।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর