‘আ.লীগ নিষিদ্ধ হবে কি না—এই বিতর্কে ফ্যাসিস্টরা সুযোগ নিচ্ছে’

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:৩৮
-680a3ec890c6b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, এই বিতর্কে পড়ে ফ্যাসিস্টরা আবার আস্ফালনের সুযোগ নিচ্ছে। আওয়ামী রাজনীতির অধ্যায় শেষ হয়ে গেছে।’
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপির কর্মীসমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রিন্স বলেন, ‘প্রশাসনের মধ্যে এখনো আওয়ামী প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। তাদের সরাতে না পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আওয়ামী লীগ যদি রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে জনগণ তা মেনে নেবে না। প্রশাসনের উচিত হবে সময়মতো ব্যবস্থা নেওয়া।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আনিসুর রহমান মানিক।
এ সময় আরও বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, আবুল হাসিম, গাজিউর রহমান, হুমায়ূন কবীর, আবদুল খালেক, জুয়েল খান, সাহাবউদ্দিন সরকারসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
এআরএস