Logo

সারাদেশ

ফ্রি-ফায়ার খেলা নিয়ে ২ এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:৩৩

ফ্রি-ফায়ার খেলা নিয়ে ২ এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় ফ্রি-ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- মাঝারদিয়া গ্রামের জাফর মাতুব্বরের ছেলে আশিক মাতুব্বর (১৭) ও দুলাল শেখের ছেলে সাইম শেখ (১৭)। আশিক ‘আবু ফয়েজ রেজা উচ্চ বিদ্যালয়’-এর মানবিক বিভাগের এবং সাইম ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে ফ্রি-ফায়ার গেমস খেলা নিয়ে আশিকের সঙ্গে একই গ্রামের খায়ের মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বরের (১৮) বিরোধ তৈরি হয়। সে সময় উভয় পরিবারের অভিভাবকেরা মীমাংসা করে দিয়েছিলেন। সেই বিরোধ থেকেই আজকের হামলা বলে ধারণা করছে এলাকাবাসী।

কিন্তু সেই ঘটনার প্রায় এক বছর পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে আশিক ও সাইম এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় ভাঙ্গা বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ফাহিম ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আহত অবস্থায় প্রশাসন ও চিকিৎসকদের সহযোগিতায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করে।

বর্তমানে তারা দুজনই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এসএসসি পরীক্ষার্থী দুইজন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোসলেউদ্দিন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর