Logo

সারাদেশ

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২০:৪৮

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অতিরিক্ত অর্থ নেওয়া, সাংকেতিক সিলের মাধ্যমে কাজ আদায়, গ্রাহক হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধরের নেতৃত্বে একটি দল পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানে দালালদের দৌরাত্ম্য, বিকাশে অর্থ লেনদেন, অতিরিক্ত অর্থ আদায় ও সাংকেতিক সিলের মাধ্যমে টাকা লেনদেনের চিত্রসহ নানা অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসব তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এখানে কোনো দালাল চক্র নেই, সবকিছু নিয়মতান্ত্রিকভাবে চলছে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর