Logo

সারাদেশ

ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারে আল্টিমেটাম

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২১:৫৭

ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারে আল্টিমেটাম

ছবি : বাংলাদেশের খবর

ফেনীতে মাদককারবারিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে মামলার বাদী আমজাদহাট ইউপি সদস্য ও বিএনপিকর্মী রহিম উল্ল্যাহর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

ফেনীতে কর্মরত সাংবাদিক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি একেএম আব্দুর রহিম, যায় যায় দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক স্টার লাইনের সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক যুগান্তরের ফেনী প্রতিনিধি যতন মজুমদার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিদ্দিক আল মামুন, দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারী, সুপ্রভাত ফেনীর সম্পাদক ফিরোজ আলম, দীপ্ত টিভির ফেনী প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির রিপোর্টার আরিফুর রহমান, মানবজমিনের প্রতিনিধি নাজমুল হক শামীম, দেশ রূপান্তরের প্রতিনিধি শফি উল্লাহ, আমার দেশ প্রতিনিধি ইউসুফ আলী, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া, ফটো জার্নালিস্টেশন ফেনীর সভাপতি ইয়াসির আরাফাত রুবেল প্রমুখ।

এতে সঞ্চালনায় ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) ইউপি সদস্য রহিম উল্ল্যাহ বাদী হয়ে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীকে এক নম্বর আসামি করে আদালতে এ মামলা করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর