কলাপাড়ায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহার ও দোষীদের শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কোভিদ মুরাদ, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জেড এম কাউসার, সাংবাদিক ক্লাবের সভাপতি নীলরতন কুন্ডু নিলয়, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদ ও এটিএন বাংলার পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন প্রমুখ।
বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা-মামলা কোনো নতুন ঘটনা নয়। মাহমুদুর রহমান একজন অকুতোভয় ও মজলুম সম্পাদক। তার পত্রিকা আমার দেশ বন্ধ করে দেওয়া হয়েছে। তাকে রক্তাক্ত করা হয়েছে। মাহমুদুর রহমানকে কারাভোগ করতে হয়েছে। তারপরও তিনি অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন। এখন তাকে থামাতে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
এ সময় বক্তারা আরও জানান, সারাদেশের গণমাধ্যমকর্মীরা মাহমুদুর রহমানের পাশে রয়েছে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
আমার দেশ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি আরিফ সুমন ও কুয়াকাটা প্রতিনিধি মইনুদ্দিন আল আতিকের আয়োজনে এ মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জাকারিয়া জাহিদ/এমবি