বাজার ইজারা নিয়ে বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২১:৫৯

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আতিক বন্দুকশী (৪০) ও বিএনপি নেতা হানিফ (২৮)। অপর আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বহিষ্কৃত শ্রমিকদল নেতা কাজল ফকির ও বহিষ্কৃত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম মাওনা চৌরাস্তার ভাসমান বাজারের ইজারা নেন। উড়ালসেতুর নিচে মহাসড়কে ভাসমান দোকান বসানোকে কেন্দ্র করে তাদের অনুসারীদের সঙ্গে বিএনপির অপর একটি পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মহাসড়কে ভাসমান দোকান বসানোকে কেন্দ্র করে ইজারাদার কাজল ফকির গংয়ের সঙ্গে বহিষ্কৃত নেতা আবুল কালাম অনুসারীদের কথা কাটাকাটি হয়। ইজারাদার পক্ষ দোকানিদের কাছ থেকে টাকা তুলতে গেলে আবুল কালামের অনুসারীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো মাওনা চৌরাস্তা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, বহিষ্কৃত দুই নেতা কাজল ফকির ও সেলিম বাজার ইজারার নামে চাঁদাবাজি করছেন। এটা ঠিক না।
শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে। তবে যারা এতে জড়িত, তারা সবাই ইতোমধ্যেই দল থেকে বহিষ্কৃত।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার বলেন, আহত তিনজনের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আতিক বন্দুকশীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
সোহেল/এমবি