Logo
Logo

সারাদেশ

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৫

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

সোমবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সাভারের বলিয়ারপুর এলাকার এসএন সিএনজি অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান।

নিহতেরা হলেন- সাভারের বলিয়ারপুরের সাবেক মেম্বার হাজি নাজিমউদ্দীন, একই এলাকার আব্দুল আলেকের ছেলে হাজি মজিবুর রহমান ও সাভারের নগরকুন্ডা এলাকার মো. ইব্রাহিম। মজিবুর রহমান নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন বলে জানা যায়। 

আহতরা বলিয়ারপুরের একই এলাকার শাহাবুদ্দিন ও আব্দুল জলিল। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম কোম্পানি বলেন, প্রাইভেটকারে মজিবুর মামাসহ ৫ জন ছিলেন। তারা প্রাইভেটকারযোগে সাভারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় সি-লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও দুইজন। 

তিনি বলেন,  আহতদের উদ্ধার করে একজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজনকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ঘটনার সাথে জড়িত ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়েছেন। তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে কোনো মরদেহ পাইনি। তবে মরদেহ উদ্ধার করে যেখানে নেওয়া হয়েছে সেখানে যাচ্ছি।

হাসান ভুঁইয়া/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর