Logo

সারাদেশ

হিলিতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৩

হিলিতে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

দিনাজপুরের হাকিমপুরে হিলিতে শয়নঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সাদিয়া (২৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল তিনটার দিকে হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন মধ্যবাসুদেবপুর এলাকার টুলুর বাড়িতে এ ঘটনা ঘটে।

সাদিয়া পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে। তার স্বামীর নাম সাগর। স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় একাই রুম ভাড়া নিয়ে থাকতেন বলে জানায় পুলিশ। 

স্থানীয়রা জানান, টুলুর বাড়িতে প্রায় এক মাস আগে সাদিয়া একাই রুম ভাড়া নেন। শুক্রবার দুপুরে প্রতিবেশী সাদিয়ার খোঁজের আসলে ঘরের দরজা বন্ধ দেখেন। পরে জানালা দিয়ে দেখতে পান ঘরের ভেতরে আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া সাদিয়ার মরদেহ ঝুলে আছে। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লুৎফর রহমান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর