Logo

সারাদেশ

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:১৯

নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখা। এ ছাড়া ভারতে মুসলমান নিধনের প্রতিবাদও জানায় সংগঠনটি।

শুক্রবার (২৫ এপ্রিল) বাদ আছর কুষ্টিয়ার বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে গণসমাবেশ করে তারা। 

সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালেক, সিনিয়র সহসভাপতি মাওলানা শামসুল হক, সহসভাপতি মাওলানা আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘নাস্তিক্যবাদ ও কথিত নারীবাদের প্রতিনিধিদের দিয়ে গঠিত এ কমিশনের সুপারিশ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এ ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে এ কমিশন বাতিলের দাবি করছি।’

সমাবেশে ভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম নিধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর