Logo

সারাদেশ

লালমনিরহাটে অনির্দিষ্টকালের সড়ক-রেলপথ অবরোধের ঘোষণা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬:২৮

লালমনিরহাটে অনির্দিষ্টকালের সড়ক-রেলপথ অবরোধের ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের বুড়িমারী থেকে সরাসরি ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চলাচলের দাবিতে মশাল মিছিল ও অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। শনিবার মাগরিবের নামাজের পর মশাল মিছিল ও রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা রেলস্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের নেতারা।

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক সাহেদুজ্জামান কোয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক ফারুক হোসেন নিশাত, শামসুল আলম বুলেট, ফিরোজ হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ।

আন্দোলনকারীরা জানান, লালমনিরহাট থেকে ঢাকা রুটে ‘বুড়িমারী এক্সপ্রেস’ চলাচল শুরু হলেও জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মানুষ সরাসরি ট্রেন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। 

এ অবস্থায় বুড়িমারী থেকে ট্রেনটি চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় পাটগ্রামে গত পাঁচ দিন ধরে রেলপথ অবরোধ করে রেখেছে স্থানীয়রা।

রাহেবুল ইসলাম টিটুল/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর