Logo
Logo

সারাদেশ

শোষণমুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই : জামায়াত আমির

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ২১:৪৪

শোষণমুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই : জামায়াত আমির

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দুর্নীতি, সন্ত্রাস ও শোষণমুক্ত সম্প্রীতির বাংলাদেশ চাই। এ দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের দেশ, আমরা মিলেমিশে বসবাস করবো। আমরা ফ্যাসিবাদদের মতো কোথাও পালিয়ে যাব না। এদেশ আমাদের, আমরা সকলে মিলেমিশে বাংলাদেশ গড়ে তুলবো। 

সোমবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগন্নাথকাঠি বাজারে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় শফিকুর রহমান আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নির্যাতিত মানুষের রক্তে ২৪-এর বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারও একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত, নিপীড়িত নিগৃহীত মানুষের ডাকের সাড়ায় আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪-এর বিপ্লবে আমাদের সবার অংশগ্রহণে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। কেউ চিরতরে পঙ্গু হয়েছেন। তাই এদেশ হবে, মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশে আমরা আর কোনও রক্তপাত দেখতে চাই না। 

তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষ্যে দেশটা হবে সন্ত্রাস, চাদাবাজ, র্দুনীতিমুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি। 

এ সময় শফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ সাঈদী এবং শামীম সাঈদীসহ সিনিয়র নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন জেলা আমির তোফাজ্জল হোসাইন ফরিদ, নায়বে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোজহিরুল হক, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা মো. আবদুল রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মো. জহিরুল ইসলাম প্রমুখ। 

এরপর জামায়াত আমির ছারছিনা দরবার শরিফে গিয়ে মাজার জিয়ারত করেন এবং দরবারে সকলের সাথে কুশল বিনিময় শেষে বানারীপাড়া উপজেলার উদ্দেশে যাত্রা করেন।

সৈয়দ বশির আহম্মেদ/বিএইচ

 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর