ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে জব্দ করা চোরাই পণ্য ছিনিয়ে নিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারিরা। সোমবার (২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সুনামগঞ্জের বাংলাবাজার সীমান্তে এ ঘটনা ঘটে।
এতে বিজিবির ২ সদস্য আহত হয়েছেন। পরে হামলায় জড়িত দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাংলাবাজার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় রসুন জব্দ করে বিজিবি। এর কিছুক্ষণ পর জব্দকৃত রসুন ছিনিয়ে নিতে বাংলাবাজার বিওপির জোয়ানদের উপর হামলা চালায় চোরাকারবারিরা। এসময় বিজিবি তাদের প্রতিহত করে। হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।
এ ঘটনার পর পরই অভিযান চালিয়ে হামলায় জড়িত দুই চোরাকারবারিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেছেন এই কর্মকর্তা।
রেজাউল হক ডালিম/এটিআর