Logo
Logo

সারাদেশ

অভিনব পদ্ধতিতে দেহব্যবসা, আটক ৪

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮

অভিনব পদ্ধতিতে দেহব্যবসা, আটক ৪

ছবি : প্রতিনিধি

কুমিল্লায় অভিনব পদ্ধতিতে দেহব্যবসা করার অভিযোগে ২ নারীসহ ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোররাতে কুমিল্লার শুয়াগাজী মহাসড়ক সংলগ্ন ধানসিঁড়ি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণের ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিদ।

জানা গেছে, ধানসিঁড়ি হোটেলে অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা চলছে— এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম অভিযান চালায়। অভিযানে পুরো হোটেল তল্লাশি চালিয়ে ২ পুরুষ ও ২ নারীকে আটক করা হয়।

সৈয়দ রেফাঈ আবিদ বলেন, আটককৃতদের ২৯৪ ধারায় ১ মাসের জেল দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোহাইবুল ইসলাম সোহাগ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর