Logo
Logo

সারাদেশ

মিরসরাইয়ে ৪ দোকানীকে জরিমানা

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২৩:১৬

মিরসরাইয়ে ৪ দোকানীকে জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বামনসুন্দর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অননুমোদিত কেমিকেল হাইড্রোজ, কাপড়ের রং ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় চৌধুরী স্টোরকে ৪ হাজার টাকা, হেলাল 

স্টোরকে ৪ হাজার টাকা, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় সালেহা মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং পচা-বাসি মিষ্টি, দই ইত্যাদি বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় জমজম সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য স্পটে ধ্বংস করা হয়েছে। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ।

সাফায়েত মেহেদী/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর