Logo
Logo

সারাদেশ

বরিশালে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের পর সড়ক অবরোধ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫

বরিশালে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের পর সড়ক অবরোধ

বরিশালে ট্রাকচাপায় এক স্কুলশিক্ষার্থী নিহতের পর সড়ক অবরোধ করে তার সহপাঠীরা | ছবি : বাংলাদেশের খবর

বরিশালে ট্রাকচাপায় এক স্কুলশিক্ষার্থী নিহতের পর সড়ক অবরোধ করেছে তার সহপাঠীরা। 

বুধবার দুপুর ১২টার দিকে নগরীর আমতলা মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে তারা। 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাকচাপায় নিহত হয় ওই শিক্ষার্থী। 

তার নাম ওয়াহিদ ওহী (১৪)। সে স্থানীয় ব্যাপ্টিস্ট মিশন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং বরিশালের সাগরদী চান্দু মার্কেট এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী মো. হাসানের একমাত্র সন্তান। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের এই অবরোধ। 

পুলিশ জানিয়েছে, একটি ট্রাক লঞ্চঘাট থেকে সাগরদীর দিকে যাচ্ছিল। এ সময় ওহী সাইকেল নিয়ে ট্রাকের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে পড়ে যায়। সাইকেলের হাতল ট্রাকের পেছনের চাকায় লাগায় সে গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় ট্রাকের লোকজন তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওহী মারা যায়। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মাথা ও কাঁধে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওহীর সহপাঠী ফাহিম ও জোবায়ের জানায়, ক্রিকেট প্র্যাকটিস শেষে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তারা হাসপাতালে নেওয়ার জন্য আকুতি জানালে ট্রাকের এক ব্যক্তি সাহায্যের জন্য ছুটে আসেন। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর তার মা মাকসুদা বেগম। 

জেআই জুয়েল/বিএইচ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর