Logo
Logo

সারাদেশ

অস্ত্র দিয়ে ফাঁসানো সেই স্কুলছাত্র ৯ দিন পর কারামুক্ত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৩২

অস্ত্র দিয়ে ফাঁসানো সেই স্কুলছাত্র ৯ দিন পর কারামুক্ত

১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী তাউসিফুল করিম রাফি /ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী তাউসিফুল করিম রাফি জামিন পেয়েছে। 

কারাগারে যাওয়ার ৯ দিন পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান তার জামিন মঞ্জুর করেন। 

ভুক্তভোগী তাউসিফুল করিম রাফি টেকনাফ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। টেকনাফের হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

গত ২৬ নভেম্বর ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল।

পুলিশের দাবি, অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে যান। তখন তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে রাফিকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৪০ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেপ্তার করে পুলিশ।

এরপর কারাগারে পাঠানো হয় রাফিকে। ঘটনার তিন দিন পর এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠে। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন।

রাফির বাবা রেজাউল করিম বলেন, ‘গত বুধবার জেলা প্রশাসক আমাদের ডাকেন। আজ (বৃহস্পতিবার) সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান জামিন মঞ্জুর করেন। আমরা এখনো আতঙ্কে আছি। জানি না আমার ছোট্ট ছেলেটা এই ট্রমা থেকে কখন বের হতে পারবে।’

রাফির আইনজীবী আয়াসুল রহমান বলেন, ‘রাফি শিশু হওয়ায় আদালত জামিন দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে রাফি কারাগার থেকে মুক্তি পাবেন।’

উল্লেখ্য, টেকনাফে ১৪ বছর বয়সী এক কিশোরকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগে গণমাধ্যমে আসা প্রতিবেদন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। গতকাল (বুধবার) বিষয়টি নজরে আনার পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে খোঁজ নিতে বলেন।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর