Logo
Logo

সারাদেশ

ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালের স্টাফদের মারধর

Icon

আবু সাইদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১৩:২১

ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালের স্টাফদের মারধর

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  হাজেরা বেগম নামের  এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। তিনি মুন্সীগঞ্জ মিরকাদিম পৌরসভার পশ্চিমপাড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

এদিকে হাজেরা বেগমের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার স্বজনরা। এসময় হাসপাতালকর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে নার্স ও স্টাফদের মারধর করেন তারা। এতে দুইজন নার্সসহ ৪ জন আহত হয়েছে।

মৃতের স্বজনদের অভিযোগ ,  শনিবার (২ নভেম্বর) বিকেলে হাজেরা বেগমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন । কিন্তু ভর্তির পর রোগীকে যথাযথ চিকিৎসা দিতে অবহেলা করেছে কর্তৃপক্ষ। হাসপাতালের নার্স ও অন্যান্য স্টাফরা যথাযথ সেবা প্রদান করেনি। এ কারণে রোগীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল জানান, হাসপাতালে বর্তমানে রোগীর চাপ অনেক বেশি। স্টাফরা তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তবুও যেহেতু স্বজনদের অভিযোগ তুলেছেন, এ কারণে ঘটনা তদন্তে হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. মাহমুদুল হাসানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

এছাড়া হাসপাতালের নার্স ও স্টাফদের মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান এই কর্মকর্তা।

এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর