Logo
Logo

সারাদেশ

টাঙ্গাইলে 'সেনানীড়' উদ্বোধন করলেন সেনাপ্রধান

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪

টাঙ্গাইলে 'সেনানীড়' উদ্বোধন করলেন সেনাপ্রধান

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনানীড় উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ফলক উন্মোচন, বেলুন উড়ানো ও চাবি হস্তান্তরের মাধ্যমে সেনাসদস্যদের জন্য ৫০০ ফ্ল্যাটবিশিষ্ট নবনির্মিত পারিবারিক বাসস্থান `সেনানীড়' ভবনের উদ্বোধন করেন তিনি।

এই ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ার চাকুরিরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন। তিনি ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি ত্রিশাল সেনানিবাসে প্রস্তাবিত 'অলিম্পিক ভিলেজ' এর নির্মাণ সাইট পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ, জুনিয়র কমিশন অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্য উপস্থিত ছিলেন।

রেজাউল করিম/এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর