Logo
Logo

সারাদেশ

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত

ছবি : প্রতিনিধি

সোনারগাঁয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিষ্ট হয়ে নিতাই বর্মণ (২৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নিতাই বর্মণ সোনারগাঁ উপজেলার সাতভাইয়া পাড়া এলাকার উমেশ বর্মণের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বৈদ্দেরবাজার যাওয়ার পথে মালবাহী একটি কভার্ডভ্যান দ্রুত গতিতে এসে ওই রিকশাটিকে চাপ দেয়। এসময় নিমাই বর্মণ কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, ‘সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত রিকশাচালক নিমাই নিহতের ঘটনায় অভিযুক্ত কাভার্ডভ্যানের চালক জামাল হোসেনকে আটক করা হয়েছে।’

মো. সজীব হোসেন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর