চুয়াডাঙ্গায় সাবেক এমপি টগরসহ ২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪
সাবেক সাবেক এমপি আলী আজগার টগর। ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গার দর্শনায় সাবেক সংসদ সদস্য আলী আজগার টগরসহ ২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মো. শাহাবুদ্দীন নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলাটি করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগার টগর, তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, খোকনের ছেলে হাফিজুল, সিরাজের ছেলে কুটি বাবু, আছমত আলীর ছেলে চান্দু, আনসার আলীর ছেলে সাইফুল (হুকুম আলী), আ. জব্বারের ছেলে ইসমাইল, লিয়াকত আলীর ছেলে ইদ্রিস, আনোয়ার মাস্টারের ছেলে জাকারিয়া আলম, টুকু মিয়ার ছেলে দাউদ হোসেন, শুকুর আলীর ছেলে সাহেব আলী, আউলিয়ার ছেলে মুন, নারায়ণের ছেলে তপন, জামালের ছেলে মামুন, আ. রাজ্জাকের ছেলে সুমন, আলী হোসেনের ছেলে মান্নান, কলিম মিস্ত্রির ছেলে আসলাম উদ্দীন তোতা, তনু মল্লিকের ছেলে আ. হান্নান (ছোট), আজাদের ছেলে পারভেজ, দীন মোহাম্মেদের ছেলে সাইফুল মেম্বার, জাহিদুল ইসলামের ছেলে সোহেল সরদার ও আব্দুল হাইয়ের ছেলে মো. আশরাফ আলম বাবু।
মামলার এজাহারে বলা হয়, ২০০৮ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে (মামলার বাদী) শাহাবুদ্দীনের শ্বশুর মো. মিজানুর রহমানের দর্শনা কেরু দারোয়ান লাইন কোয়াটারের বাড়িতে অবস্থান করাকালে আসামিরা দা, লাঠি, ফালা, পিস্তল লোহার রড জিআই পাইপ বোমাসহ বিনা উসকানিতে অতর্কিতভাবে সাবেক এমপি টগরের নির্দেশে শাহাবুদ্দীনের ওপর হামলা চালান। এসময় শাহাবুদ্দীনকে হত্যার উদ্দেশ্যে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং তিনজন হাসুয়া দিয়ে তাকে আঘাত করেন।
এছাড়া আসামিরা আলমারিতে থাকা ২০ হাজার টাকা, তার স্ত্রীর একটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, তার শাশুড়ির একটি স্বর্ণের চেন, ১ জোড়া স্বর্ণের কানের দুল লুট করে নিয়ে নিয়ে যায়। পরে আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আসামিরা আওয়ামী লীগ, যুবলীগের ও ছাত্রলীগের সক্রিয় সদস্য হওয়ায় থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ ওই সময় মামলা গ্রহণ করেনি।
এমআই