Logo
Logo

সারাদেশ

মানিকগঞ্জে পাঠ্যপুস্তক ছাপাখানা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭

মানিকগঞ্জে পাঠ্যপুস্তক ছাপাখানা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ছবি : প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে পাঠ্যপুস্তক ছাপাখানা পরিদর্শন ও উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে গাছ রোপণ ও পাঠ্যপুস্তক ছাপাখানা পরিদর্শন শেষে  বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বিনোদপুরে সরকারি পাঠ্যপুস্তকের মুদ্রণ কার্যক্রম (আনন্দ প্রিন্টার্স) পরিদর্শন করেন তিনি। শহরের বেউথা এলাকা রাস্তার কাজ পরিদর্শন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন ও  প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন  টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সুইজারল্যান্ড দূতাবাস কর্তৃক আয়োজিত মানবপাচার ও নারী নির্যাতন রোধে নাটিকার অনুষ্ঠানে যোগদান করেন।

বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘আমরা চেষ্টা করছি, নতুন বই যথাসময়ে  বাচ্চাদের নিকট দ্রুত পৌঁছে দেওয়ার।  বইয়ের কাগজ মানসম্মত, নির্ভুল ও স্পষ্ট লেখা যাতে হয় সে বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতেই কোমলমতি শিশুদের হাতে নতুন বই পৌঁছে দিতে পারব। আনন্দ প্রিন্টার্স প্রায় ১৫ লক্ষ বই ছাপার কাজ পেয়েছে। শীঘ্যই ১৫ লক্ষ বই ডেলিভারি দেবে তারা।’

এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানুয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ বশির আহমেদ, মানিকগঞ্জ এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী  এবিএম খোরশেদ আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আফ্রিদি আহাম্মেদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর