Logo
Logo

সারাদেশ

সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৬

সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা দুদিনে (৬ ও ৭ ডিসেম্বর) এই দুই জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, নোয়াকোট, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, লবিয়া, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক এবং পাথরকোয়ারি বিওপির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুঁটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও মাছসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে। এছাড়া চোরাই পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি ইজি বাইক ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী একটি নৌকা জব্দ করে বিজিবি।

চোরাই মালামালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৭৩ হাজার টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি এমন অভিযান অব্যাহত রাখবে।

মো. রেজাউল হক ডালিম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর