বাণিজ্য বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে : উপদেষ্টা এম সাখাওয়াত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৭
পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘোজাডাঙ্গা সীমান্ত অবরোধের ঘোষণার পরিপ্রেক্ষিতে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাণিজ্য বন্ধ হলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও মন্তব্য করেন, এই ধরনের পলিটিক্যাল সিদ্ধান্তে ব্যবসায়ীরা সমর্থন করবে না, কারণ বৃহত্তর বাণিজ্য বাজার নষ্ট করতে তারা রাজি হবেন না।
শনিবার (৭ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, যদি তারা বাণিজ্য বন্ধ করে দেয়, তাতে শুধু আমরা ক্ষতিগ্রস্ত হব না, ভারতও ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় ব্যবসায়ীরা আমাদের বাণিজ্য ছাড়া চলতে পারবেন না।
তিনি আরও বলেন, গরুর বাণিজ্য বন্ধ হয়েছিল, কিন্তু এখন তো আমরা গরু খাচ্ছি। যদি তারা বাণিজ্য বন্ধ করতে চায়, তাহলে তা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি না, ব্যবসায়ীরা এই ধরনের সিদ্ধান্ত সমর্থন করবে। কারণ এই বিশাল বাজার তারা নষ্ট করতে চাইবে না।
এসময় তিনি রাজনৈতিক ইস্যু হিসেবে বিষয়টিকে দেখার আহ্বান জানিয়ে বলেন, এটি পলিটিক্যাল ইস্যু। তবে ব্যবসায়ীদের স্বার্থ যদি ক্ষতিগ্রস্ত হয়, তারা নিশ্চয়ই এর বিরুদ্ধে অবস্থান নেবেন।
এর আগে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ভোমরা বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়া অংশীজনের সাথে মতবিনিময় সভায় তিনি বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।