Logo
Logo

সারাদেশ

চট্টগ্রামে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ২১:০৬

চট্টগ্রামে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি ছয়তলা ভবনের চারতলায় কার্টন ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানা যাবে।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কর্ণফুলী ফায়ার সার্ভিসের ২টি, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ২টি, বন্দর ফায়ার সার্ভিসের ২টি এবং ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে।

সিএমপির ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, ইপিজেডে একটি ভবনের কার্টন ফ্যাক্টরিতে আগুন লেগেছে। কারখানা খোলা ছিল। তবে আগুন লাগার পর কারখানার কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন বলে আমরা জেনেছি।

ডিআর/বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর