Logo
Logo

সারাদেশ

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০১

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী (শনিবার) ২৮ ডিসেম্বর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হবে। শনিবার (৭ ডিসেম্বর) কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

জানা গেছে, ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের জন্য মনোনয়নপত্র আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। জমা দেওয়া যাবে ১৭ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এই সময়ের মধ্যেই হবে প্রার্থীদের আপিল শুনানিও। আর ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।

মো. রেজাউল হক ডালিম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর