গণআকাঙ্ক্ষা পূরণে আত্মনিয়োগের আহ্বান ডিআইজির
মির্জাপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৪
ছবি : বাংলাদেশের খবর
গণআকাঙ্ক্ষা পূরণে পুলিশ সদস্যদের আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম। সোমবার (৪নভেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে আয়োজিত ২১তম ডিসি কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি ডিআইজি আশফাকুল বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি অর্জনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রতি পুলিশ বাহিনীর সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
এর আগে তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিন সকালে পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে বিভাগীয় ক্যাডেট (এসআই) ২১তম ব্যাচের বাধ্যতামূলক ইনসার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় ডেপুটি কমান্ড্যান্ট মাহফুজুর রহমান, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আব্দুর করিম শাহ চৌধুরী, পুলিশ সুপার আ ফ ম আল কিবরিয়াসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি মাঠ ও শরীর চর্চা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৩ এসআইয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।